ফাইভার মার্কেটে কাজ করুন নিজে নিজের সাফল্য অর্জন
![]() |
Fiverr.com |
হ্যাঁ,কথাটা একটু ব্যতিক্রমী কিন্তু সত্য। আবার অনেকের কাছে ভুয়া বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা সকলকে হার মানায়। আপনাকে আপনার লক্ষ্যে স্থীর থাকতে হবে। আপনি কোন বিষয়ে পারদর্শী হলেেআপনাকে সেই বিষয়ের দিকে ভালোভাবে খেয়াল রেখে কাজ করতে হবে।মার্কেট প্লেস গুলোতে
কাজ পেতে ধর্য্যধারন করতে হয়। আজকে জয়েন করলাম কালকে টাকা পাবো এমনটা আশা করা বোকামির কাজ। কাজ না পেলে ধৈর্য ধারণ করেন।অনেকে মার্কেট প্লেসে যোগদানের পর পরই আয় করতে চান। তাহলে আপনি কি সিদ্ধান্ত নিবেন ? কাজ করবেন, না করবেন না?
আমি আমার নিজের কথাই বলছি ফাইভার মার্কেটে প্লেসে যোগদান করছি প্রায় ৬ মাস হলো।
প্রথমে কোন কাজ পেতাম না অনেক খারাপ লাগতো কিন্তু আমি হাল ছাড়িনি।১ম মাসে ৭ দিন পর ১টা কাজ পাই এরপর কয়েক মাস কোন কাজ পাইনি পরে আবার ১টা কাজ পাই। একটু ধৈয্য ধরে কাজ করলে দেখবেন আপনার কাজের কোন অভাব হবেনা।
আমার সকল সার্ভিস সম্পকে জানতে চানঃ
প্রোফাইল দেখতে
>>>এখানে ক্লিক করুন<<<
নতুন সিভি বানাতে এবং নতুন ডিজাইন পেতে
>>>> এ খানে প্রবেশ করুন<<<<<
ফটো রিটাচ এবং এডিট করতে
>>>> এ খানে ক্লিক করুন<<<<
যেকোন জেপিজি ,পিডিএফ ,পিএনজি ফরমেট থেকে ওয়ার্ডে
কনভার্ট করতে
>>>>এ খানে ক্লিক করুন<<<<<
No comments