Sponsor Ads

বিসমিল্লাহ’র প্রভাবে রোমের বাদশাহ মুসলমান

জাহেলি যুগের নানা কুপ্রথার মধ্যে এটাও ছিল যে, লোকেরা তাদের উপাস্য দেব-দেবীর নামে কাজ আরম্ভ করত একজনের নাম পাওয়া যায় যিনি সর্ব প্রথমআল্লাহুম্মা বিসমিকা’ (হে আল্লাহ তোমার নামে) অথবাবিসমিকা আল্লাহুম্মা’ (তোমার নামে হে আল্লাহ) চালু করেন ইসলামের প্রাথমিক যুগেও বিসমিকা আল্লাহুম্মা খোদ রসূলুল্লাহ (সা.) ব্যবহার করেছেন বলে জানা যায়
কোরআনের আয়াত নাজিল হলেবিসমিল্লাহির রাহমানির রাহীমচালু হয়ে যায় এবং তাই সর্বত্র ব্যবহৃত হতে থাকে। রসূলুল্লাহ (সা.)-এর আমলে তিনি রাজণ্যবর্গের নামে প্রেরিত সব পত্রে এবং চুক্তিপত্রসমূহেবিসমিল্লাহব্যবহার করেছেন।বিসমিল্লাহচালু হওয়ার এটাই সংক্ষিপ্ত ইতিহাস
কোরআনের প্রথম অবতীর্ণ সূরার নামইকরাএবং এর প্রথম আয়াতটি হচ্ছে ফেরেশতা জিবরাইল (.)-এর জবাণী: ‘ইকরা বিসমি রাব্বিকা।অর্থাৎ, তোমার প্রভুর নামে পাঠ করো। কোরআনে সূরাতাওবা শুরু ব্যতীত সকল সূরার প্রারম্ভেবিসমিল্লাহলেখা হয়েছে।সূরা নমলে এক স্থানেবিসমিল্লাহির রাহমানির রাহীমপূর্ণ বর্ণিত আছে।সূরা নমল’- হজরত নূহ (.) তাঁর নৌকার সফরসঙ্গীদের উদ্দেশ্যে বলেছিলেন: ‘ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা।এরূপ কোরআনের অসংখ্য স্থানে আল্লাহর নাম উচ্চারণের কথা বলা হয়েছে
কোরআনেআউজুবিল্লাহ কথা বলা হয়নি বলে যারা বলেন, তাদের ভ্রান্ত ধারণা নিরসনের জন্য কোরআনের একটি আয়াতই যথেষ্ট, যাতে বলা হয়েছে: ‘ফা ইযা কারাতাল কোরআনা, ফাসতায়িয বিল্লাহি মিনাশ শয়তানির রাজীম।অর্থাৎ, তুমি যখন কোরআন পাঠ করো তখন শয়তানের প্রতারণা থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাও। (সূরা: নহল, আয়াত: ৯৮)
সম্পর্কে আরো বলা হয়েছে। বলা হয়েছে: ‘প্রত্যেক কাজবিসমিল্লাহবলে আরম্ভ করো।রসূলুল্লাহ (সা.) বলেছেন: ‘যে কাজবিসমিল্লাহছাড়া আরম্ভ তাতে কোনো বরকত থাকে না।এক হাদীসে বলা হয়েছে; “ঘরের দরজা বন্ধ করতে, বাতি নেভানোর সময়, পাত্র আবৃত করার সময়, কোন কিছু খাবার সময়, পানি পান করতে, ওযু করতে, সোওয়ারীতে আরোহণ করতে এবং তা থেকে অবতরণ কালে- এসব ক্ষেত্রে কোরআন হাদিসেবিসমিল্লাহবলার নির্দেশ রয়েছে।মোমেন মুসলমানদের দাফনের সময়বিসমিল্লাহে ওয়া আালা মিল্লাতি রাসূলিল্লাহপাঠ করতে হয়
একটি ঘটনা: রোমের বাদশাহ তার মাথা ব্যথার কোনো ঔষধ চেয়ে খলিফা হজরত ওমর (রা.)-এর নিকট পত্র দিয়েছিলেন। জবাবে খলিফা একটি টুপি প্রেরণ করেন। বাদশাহ যখন টুপি মাথায় রাখতেন, মাথা ব্যথা থাকত না। যখন মাথা হতে টুপি রেখে দিতেন, আবার ব্যথা শুরু হয়ে যেত। এতে তিনি বিস্মিত হয়ে টুপি খুলে দেখেন, তাতে লেখা ছিলবিসমিল্লাহির রাহমানির রাহীম এরই ফলে মাথার ব্যথা দূর হয়ে যেত। 

(সংগৃহিত)

No comments