Sponsor Ads

ফোল্ডিং আইফোন বাজারে আসতে যাচ্ছে


আশা করা হচ্ছে এ বছরের নতুন আইফোন দারুণ কিছু চমক নিয়ে আসবে এবং এর ডিজাইনেও আসবে ব্যাপক পরিবর্তন। অ্যাপলের নতুন একটি পেটেন্ট এর তথ্য প্রকাশ হওয়ার পর এই প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে।
সম্প্রতি অ্যাপলের পাওয়া নতুন একটি পেটেন্টে ভাঁজ করা মোবাইল ফোনের ধারণা দেখা গেছে, অর্থাৎ অ্যাপল তাতে ফোল্ডিং আইফোন তৈরি করার কনসেপ্ট দেখিয়েছে।
আপনি কি এ্যাপেলের এই নতুন আবিষ্কারটিতে বিশ্বাসী। এ্যাপেল কি সত্যিই মার্কেটে নতুন আইফোন ছাড়বে নাকি এসব গুজব?

No comments